ঠিকানাহীন গ্রহাণুর মত-
অসীম শূন্যতায় ভাসতে ভাসতে
আছড়ে পড়ছো, অস্তিত্ব হারাচ্ছো।
হলে নক্ষত্র হও-
নইলে নুড়ি।
ঢের ভালো, পাহাড়ের ঢালে-
ঘাসফুলের ছায়ায়, শীতল হাওয়ায়
মাটির মমতায় বেঁচে থাকা।
হয়তো কারো নজরে পড়বে না
তবু তো নিজেকে হারাবে না।
ভুলে যাও কেন তোমার সৃষ্টির রহস্য-
তোমার সত্যপথ থাকার কথা,
এক বুক আলো থাকার কথা,
সে আলোয় গ্রহ-উপগ্রহ
চোখ মেলে তাকাবার কথা,
তোমার আলোয় আলোকিত হয়ে
এখানে সবুজ বিপ্লব হওয়ার কথা।
তাই প্রত্যাশা-
তোমাদের পুনর্জন্ম হোক।
মুষ্টিবদ্ধ হাতে মানুষ হওয়ার অঙ্গীকার,
আবার সুতীব্র চিৎকার-
আমাকে ভুলিয়ে দাও
সব শোক।