ধীরে ধীরে এগিয়ে আসছে-
বিভীষিকাময় এক রাত।
যে রাতে প্রলয় হয়েছে,
যে রাত জীবনের সবুজ প্রান্তর
ধ্বংস করেছে,
বালিয়াড়ি জমে মরুভূমি হয়ে গেছে।
সেদিনের পর থেকে রাত আসে না,
চাঁদ হাসে না,
শীতল বাতাস নেই।
প্রতিদিন, প্রতি মুহূর্তে তপ্ত দহন
আর হুল ফুটানো জ্বালা,
ক্ষত-বিক্ষত হৃৎপিণ্ডের অলি-গলি।
তন্দ্রাচ্ছন্নতায় অতীত নাড়া দেয়,
সময়ের স্পন্দন জাগিয়ে রাখে
সর্বদা আমাকে।
এই প্রলয়-
সবকিছু বদলে দিয়েছে,
এখন নিরন্তর অপেক্ষার পালা
পাড়ি দিতে অন্য এক জীবনের পথে,
ভীষণ কষ্ট হয় মানিয়ে নিতে
অচেনা, বদলে যাওয়া এই পৃথিবীতে।