জীবনের সুবর্ণ সকালে
সেই যে শুরু।
তারপর-
রৌদ্রতাপ, শীতের সকাল কিংবা
ঝড়-বৃষ্টি-জল,  
সকাল থেকে সন্ধ্যা
একই বৃত্তে চক্কর খেতে খেতে
আজ আমি পড়ন্ত বিকেলে।
তোমাদের ভালবাসা,
ফুলেল শুভেচ্ছা,
আমার মন
শেষবার ছুঁয়ে গেল,
তোমাদের অভিভাষণ
দু’চোখ সিক্ত হল, মাথা নত হয়ে এল।
আগামীতে কোন এক দুরুন্ত যৌবন
অলংকৃত করবে-
প্রিয় সে আসন,
যেখানে কাটিয়েছি দীর্ঘ জীবন-
কত স্মৃতি, কত কথা, কত না সুজন,
সুখ-দুঃখ, হাসি-কান্না,
হারিয়েছি কত প্রিয়জন।
ঘড়ির কাঁটা আর তাড়াবে না কাল,
গৃহিণীর ব্যস্ত সকাল
থেমে যাবে।
পরিপাটি সার্ট-প্যান্ট, চশমা, কলম-
সামনে নিয়ে এসে
কে আর দাঁড়াবে?
সে সবের এখন তো নেই প্রয়োজন।
মহাকাল বলছে যে-‘দিলাম ছুটি’
কাঁদে অন্তর,
এখন বন্ধু আমার
শুধু অবসর।