জেনে রেখো হারিয়ে যাব
জ্যোছনা ঝরা রাতে,
বিরহ ব্যথার অবসানে
মিলব তারই সাথে।
সেও আছে ব্যাকুল হয়ে
আমার প্রতিক্ষায়,
অন্য কোন পৃথিবীতে
অন্য কোন গাঁয়।
অনেক দীর্ঘ একটি প্রহর
একটি যুগের মত,
হিসেব কষে বলতে পারো
পাড়ি দিলাম কত!
বিদায় যদি বেদনা হয়
মিলন সুখের যদি,
বিদায়ের সেই বেদনাকে
চাইছি নিরবধি।