সব সীমানা মুছে দাও-
তুলে নাও কাঁটাতার,
সীমান্ত সৈনিক করো প্রত্যাহার।
তোমরা অন্ধ, বধির হয়েছো-
তাই, আওয়াজ শোন না বোমার,
কান্না দেখ না মানবতার।
তোমরা ঘ্রাণশক্তি হারিয়েছো-
পঁচা লাশের গন্ধ পাও না,
বারুদের গন্ধ? তাও না।
তোমরা দখলদারিত্ব ছেড়ে দাও-
বন্ধ করো সকল অত্যাচার।
এই পৃথিবী আমার, আবারো বলছি আমার।
শান্তির সন্ধানে, আলোর আহ্বানে
পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণে
স্বাধীনতা চাই চলবার, সত্য কথা বলবার।
উত্তাল সাগর, খরস্রোতা নদী
পাড়ি দেব মরুভূমি, গহীণ অরণ্য,
সব উন্মুক্ত থাকবে আমার জন্য।
এই পৃথিবীর মানুষ আমি
কেন হবে শেষ?
সংকীর্ণ সীমানায় আমার স্বদেশ।