ও পৃথিবী!
কতো শক্তি রাখো তুমি নিজের ভেতর!
সৃষ্টির শুরু থেকে
মহাশূন্যে ঘুরছো তো ঘুরছো নিরন্তর।
বুকেতে ধরে আছো-
সাগর, মহাসাগর;
ধরে আছো মরুভূমি ধু ধু প্রান্তর।
অরণ্য, হিমালয়, কত শত নদ-নদী;
কত প্রাণ ধরে আছো
আজ অবধি!
তেমনই থাকতো যদি-
একটু ভালোবাসা আমাদের মনে,
একটু সহানুভূতি প্রতি জনে জনে
এখানে স্বর্গ হতো,
মনের কালিমা যতো
মুচে যেত,
আমাদেরও হতো-
আকাশের মতো অন্তর।
ও পৃথিবী!
কতো শক্তি রাখো তুমি নিজের ভেতর!