মস্তিষ্কে জমানো স্মৃতি
হৃৎপিণ্ডে প্রভাব ফেলেছে,
বাতাস জমাট বেধে ভারী হয়ে গেছে,
ভীষণ কষ্ট হয় শ্বাস নিতে।
এত আলো কোত্থেকে আসে?
দু’চোখ ঝলসে যায় জানালার পাশে।
ছন্দহীন সোরগোল-
চারিদিকে কিসের মাতন?
বিক্ষিপ্ত হয়ে উঠে মন।
তাই আমি শ্বাসরুদ্ধ
বোবা কালা হয়ে,
দু’চোখ বন্ধ করে-
নির্জীব থাকতে চাই
মাটির জঠরে।