পৃথিবীতে প্রলয় হচ্ছে।
দিগ্বিদিগ ছুটে যাচ্ছে কোটি সিগনেল,
হৃদপিণ্ড করে দিচ্ছে এ'পোড় ও'পোড়।
আকাশ সভ্যতার স্যাটেলাইট
ভেঙ্গে দিচ্ছে ভোরের বিবেক,
সবুজ চেতনা আর ভালবাসার স্তর।
ভীষণ এক ঝড় বয়ে যাচ্ছে সভ্যতার উপর,
লণ্ডভণ্ড করে দিচ্ছে মনের বাগান।
তীব্র প্রবাহে সম্পর্কের দেয়ালে ফাঁটাল।
সেই ফাঁটালে অবিশ্বাসের অশ্বত্থ
মাথা ফুঁড়ে উঠে যাচ্ছে বিস্তির্ণ আকাশে।
বায়ুস্তর ভেদ করে কালো কার্বন
ঢুকে যাচ্ছে ফুসফুসে প্রতি নিঃশ্বাসে।
তোমরা কেমন করে বেঁচে আছো?
কেমন করে বাঁচো বিশুদ্ধ বাতাস ছাড়া?
আত্মহারা হয়ে অট্টহাসি হাসো?
কেউ কথা রাখে না এখন।
গাণিতিক হিসেব কষে চলছে জীবন।
তোমাদের রোবট হৃদয়
কিভাবে করছে জয় অন্য হৃদয়?  
নোনা জলের নদী শুকিয়ে চৌচির।
প্রশান্তির যে বাতাস বইত থির থির
সে আজ বড়ই অস্থির।
এমন মাতন দেখেও-
কিভাবে নির্লিপ্ত তোমরা থাকতে পারো?
যন্ত্রমানব হয়ে যাওনি তো?
জীবনের যুগসন্ধিক্ষণে
মানবিক মানুষগুলো মরে গেছে।
যারা বেঁচে আছে তারা খোলসে আবৃত।
পৃথিবীতে প্রলয় হচ্ছে।
মানবতা নির্বাসিত মাটির গভীরে প্রত্নতত্ত্বের মত।