আমার নিঃসঙ্গ রাতে
শুধু তুমিই আছো সাথে, অনুভবে।
কবে, বল তুমি কবে
আমি ছিলাম কখনো একা?
আর তো হবে না দেখা এ জীবনে।
স্মৃতির হারানো সুর
ভেসে যায় বহু দূর,
তবুও তো মনে হয়
তুমি আছো দীপ্তা হৃদয় কোণে।
দেখ না কেমন করে
তারাগুলো উড়ে যায়
পূর্ব দিগন্ত থেকে সোজা পশ্চিমে।
এমন করুণ দিনে-
জানি তুমি জাগতে
হাত হাত রাখতে
গ্যালাক্সির চোখে থাকতো চোখ,
দুরু দুরু বুক। ভাবতে পারি না আমি
কখন হারিয়ে গেছ নীল নিঃসীমে।
এখনও আমার জীবন শিশিরের বুকে,
গোধুলীর আবির আছে চোখে।
আশারা জেগে থাকে নিরাশার অমাবস্যা রাতে,
ফাগুনের রাগে।
নিজেকে হারাতে গিয়ে নিদ্রার দেশে
তুমিই বাঁচিয়ে দিলে ওগো অবশেষে।