পাড়ায় পাড়ায় ফেরি ওয়ালা সকাল থেকে সন্ধ্যে
ফুটো হাঁড়ি; ভাঙা গেলাস; ঝনর ঝনর, কান পড়েছে ধন্দে।


ভেঁপু বাজায় সাপুড়েরা;  হুঁ হুঁ  বিনি পয়সায় সাপের খেলা
বুড়ো বুড়ি; ধেড়ে ধাড়ি; গুঁড়ো গাঁড়া; ভিড় করেছে মেলা।


ওঝা হাজির; বদ্যি হাজির; মোক্তার হাজির হাতে খুড়োর কল
দৌড়ে আসে নন্টে ফন্টে অবাক চোখে; পড়বে পাকা ফল !


দাদা মশায় টানছে হুঁকো মার কাটারি; দাদী শোনায় কেত্তন
ভর দুপুরে মশা মাছি নেংটি ইদুর; সবার হাতেই ইস্কাবন !


পাড়ার মোড়ে শনির ঠেক; বাঁক ঘুরতেই দরগা; দশহাত দূরেই কালী
বাজনা বাজে জোর কদমে; হবে জবাই তন্ত্রে মন্ত্রে, চোখে লাগুক ঠুলি !


সোনারপুর
১০.০৫.২০১৯