সাদামাটা বুদ্ধিতেও বোঝা যায় আলো আর আঁধারের কথা  
চুলচেরা বিশ্লেষণে না গিয়েও নিত্য চোখে পড়ে এর সত্যতা
মহীরুহের নিচে যারা থাকে তারাই জানে এই দায়ের ব্যাথা  
কতটা দায় নিয়ে বাঁচতে হয়, না ছাপাতে পারার আকুলতা।


মহীরুহ একাই সব আলো শুষে নিয়ে হয় আরো সবুজ
বিস্তৃত শাখায় ঠাঁই দিলেও অনেককে, নীচের ব্যাপারে অবুঝ  
হয়ত বোঝার অবকাশ পায় না অথবা নিজের টুকুই বোঝে
কিমবা ভাবে ছায়া দিয়েছি, ভালো থাকো, কি হবে আলো খুঁজে !


সদ্য জন্মানো দুটি পাতার প্রয়োজন আলো ছায়া সমান সমান
সেও নিশ্চয়ই ভাবে ছাপিয়ে যেতে হবে, কাঁধে দায় পর্বত প্রমাণ
সমাজ সংসারের জটিল অঙ্ক, সময় শেষে ও মেলে না সমাধান
সময়ের পাতায় অনেক কাটাকুটি, তবুও যার মেলে সে ভাগ্যবান।


সময়ের ব্যবধানে সরে যেতেই হয় সকলকে, ভারাক্রান্ত হয় মন
যারা নিচে ছিল, আজন্ম অপুষ্টিতে, সত্যি কি বাঁচাতে সমর্থ জীবন  
সময়ের সাথে সবেগে দুঃসময়, অনভ্যাসের যন্ত্রনা কুরে কুরে খায়
ছায়াতে থাকা শরীর হয়ত টিকে থাকে, অপুষ্টির ক্ষত কি সেরে যায় !


সোনারপুর
১৬/১১/২০২০