রাজপথ শুনশান ; রেঁস্তোরার পর্দায় জমছে ধুলো  
গঙ্গার পাড় ফাঁকা, ফাঁকা পড়ে আজ সব চুলো
প্রাণের মায়ায় তোলপাড় ভাবনা, জীবনটাই বদলে গেল
ভাবিনি আসবে এমন সময়; ডিজিটাল হবে চুমু গুলো    
বন্ধ মলের সাটার মাকড়সা নিরাপদে বুনে যায় জাল
হয়ত ভাবছে সে;  এমন সুযোগ পাবে আর কত কাল
ইঁদুরের সংসারে খুশীর বাতাস; বৃদ্ধিতে নেই কোন মানা  
পরিবার বাড়ছে গুণিতকে; কত হল কর্তার নেই তা জানা।    


সিগন্যালে দেরি হলে কেউ দিচ্ছে না হুমকি; গালি
রেলের লাইন গুলো শীত ঘুমে;  শুয়ে আছে খালি
চকচকে ভাব খানা হারিয়েছে আলসে সময়ের হাতে
ময়াল শরীরে শুয়ে গলি থেকে রাজপথ ব্যস্ততা নেই তাতে  
নদী জলে মিশেছে পান্নার রঙ; নির্ভয়ে বেড়ায় মীনের দল  
বৈশাখী ধারায় পুষ্ট শরীরে হাসছে সবুজ খল খল
আকাশটা নীল চাদরে ঢাকা, নেই তাতে জেটের গর্জন
কেউ তো বলছে না চল বেরিয়ে পড়ি, আলসেমি করে বর্জন।  


শিশির পড়ার শব্দ শোনে রাজপথে দাঁড়ানো আলোর খুঁটি
ধোঁয়া আর ধুলোতে যাচ্ছে না প্রাণ, স্বস্তি পেয়েছে টুঁটি
ছায়া ছায়া শরীরে হেঁটে যায় রাত; স্বস্তিতে ঘুমনো ঊড়াল পুলে    
পাখিরা দল বেঁধে রাজপথে খুনসুটিতে মাতে প্রাণ খুলে
সৈকতে নেই কোন পায়ের ছাপ, আছে কাব্যিক ঢেউ ভাঙা ছবি  
হয়ত সাগর লিখছে কাব্য নতুন পৃথিবীর, হতে আগামীর কবি।    

সোনারপুর
১৫.০৫.২০২০