আমি থেকে আমরা খাবো, তোমরা জুল জুল দেখবে
পাষাণ পেট কেঁদে উঠলে শুধু ভাগ্যের কথাই ভাব্বে  
মাদুলি তাবিজের ওজন বাড়িয়ে ধম্মের নীতি মানবে
অথবা যার জোর আছে, রুটির টুকরো দখলে রাখবে।


মারামারি খুনোখুনি তোমাদের থাক, আমরা দুধে জলে
গেলাসে বাটিতে ঘটিতে যেখানেই থাকি, ঢাক হব ফুলে
স্বপ্নের মই চড়ে উল্লাসে মেতে স্বগোত্রের কথা যেও ভুলে
আবেগের দরজায় আমাকেই রেখো, নাও ভিড়িয়ে কুলে।


তোমরা ঘুমিয়ে থেকো, আমি পাহারায় আছি শান্তি পাবে
যদি লুটেরা সব নিয়ে যায়, তবুও ভেবো আছি আমি ভবে
আমারে দেখে ঈর্ষা করো না, মনে করো নিজেদের লোক
ত্যাগেই বাঁচবে ধর্ম তোমাদের, তা যতই  মিথ্যে হোক।  


সোনারপুর
৯/১২/২০২০