সত্যি ভীষণ লজ্জা করে,  নির্লজ্জদের চলন বলন দেখে  
কেমন করে ঘুরছে ওরা বুক ফুলিয়ে স্নো-পাউডার মেখে
নির্লজ্জদের দাপাদাপিতে সভ্য মানুষ অতিষ্ঠ, তারা যাবে কোথায় ?    
নেতা বলছে সাজা হোক, কেউ বা আছে ঘোলা পানির আশায়  
সংবিধান আছে একটা, কিন্তু সেটার সুরক্ষা কারা কারা পায়
প্রশ্নটা ঠিক এইখানেই, সংবিধানের নিয়ম নীতি কারা ভাঙতে চায় ?  


সভ্য মানুষের জলে বাস, কুমীরের সাথে ঝগড়া করা কি মানায় ?
সেই সুযোগ লাগিয়ে কাজে, কুমীর যেমন খুশী মিথ্যা বলে যায়
খেলার মাঠে বলের মত, যার যেমন সুযোগ সে তেমনি লাথায়
কার জালেতে ফাঁসবে মাথা, সভ্য মানুষ কে সেটাই বড় ভাবায়
ব্যারিকেড মাথা তুলেছে, আগলে রাজপথ থেকে তস্য গলিটায়
সভ্য মানুষ মুখচোরা হয়ত বা ভয়ে, তুরুপের জয় নির্ভাবনায়।  


দলাদলি খলা-খলি মৃত্যু মিছিলে কতশত আত্মারা হেঁটে যায়
শাসকের বিচার নির্বিচারে লোপাট;  কারা যেন শুধু করে খায়
পঙ্গু ইন্দ্রিয় জ্বলে ওঠেনা, হিসেব কষে কালকের ভাবনায়
নীতি শব্দ হয়েছে জব্দ; কণ্ঠী খুলে বেঁচে থাকার প্রতিযোগিতায়  
লজ্জার প্রতিশব্দের খোঁজে ব্যাকুল মন মগ্ন অভিধানের পাতায়
জলে থেকে কুমীরের সাথে দ্বন্দ কি সভ্য মানুষকে মানায় ?  
      
সোনারপুর
২৭/০৭/২০২৩