জলে ভেসে আছে, গোড়া নেই মাটিতে তবুও হৃষ্টপুষ্ট
সদা আনন্দে সাবলীল ছন্দে ভেসে ভেসে ঘুরে বেড়ায়
ঠিকানা হীন; বিস্তারে অকৃপণ; দানে খুশী অন্যের অসময়ে
প্রতিদিনের সকাল দুপুর সাঁঝে দ্বিধাহীন যৌবন বিলিয়ে
কারো পেট ভরায় কলাই চটা ডিসে; অথবা সাধারন পাত্রে
বেরোজগারে আশা জাগায় রোজগার এনে,  মলিন দিনে
অবাক পৃথিবীর বুকে সম্পদ হয়ত নয়, বেঁচে আছে স্পর্ধায়
নির্ভেজাল আশ্বাসে যুগে যুগে, সুখে দুঃখে মানুষের সেবায়।  


অপরূপ রঙের আভায় বৈচিত্রময় ধরায়, সে ফুলবতি হয়  
নিবিড় সম্পর্ক জালে বেঁধে বেঁধে থাকে, একা কখনো নয়
ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস ;অথবা তীব্র দহনে ফুটিফাটা রুক্ষতায়
একসাথে বাঁচে, একসাথে হাসে, কখনো দল ছাড়া নয়
টানলে একটা সদলে এগিয়ে আসে, যদিও প্রজাতি নয় নামী
হয়ত শেখাতে চায় সম্পর্কের কথা, অতি সাধারন সে কলমী।    


সোনারপুর
৮/১১/২০১৯