মুক্তি পায়নি শত সহস্র শহীদের আত্মা,
যুগ যুগ দীর্ঘ অপেক্ষার পরেও
আরো অনেক অনেক মৃত্যুর জন্য অপেক্ষা  
নতুন চক্রান্তের জাল ঠান্ডা ঘরে  
নিষ্ঠুর ক্রুর বক্র ভেদাভেদে পঙ্গু সমাজ
দ্বিচারিতায় দীর্ন শীর্ণ একতার সাজ  
চাটুকার মিথ্যাশ্রয়ীদের ছলনায় চির আঁধার রাজ  
সহস্র শহীদের ত্যাগে পাওয়া স্বরাজ ।  


শহীদের আত্মা জেল কুঠুরির অন্ধকার গারাদে
গা মিলিয়ে অপেক্ষায়; ডাক শোনার  
যদি সুযোগ আসে; টুঁটি টিপে মারবে
চাটুকার দালালের, চাইবে কাঙ্খিত অধিকার  
মুখোশ খসিয়ে দেখিয়ে দেবে পথ অহিংসার
ছলনার চক্রী কতটা কুট ধুরন্ধর      
যখন চার আনায় পেট ভরত মানুষের
মহান ত্যাগীর কমপক্ষে বারো টাকার ।


অহিংসা শান্তি সমৃদ্ধি লোভে লালসায় ছারখার
মানুষ কাঁদছে পেয়েছে শুধুই অন্ধকার  
শিক্ষা স্বাস্থ্য খাদ্য সবই কুক্ষিগত কুচক্রীদের
বৈষম্যের দাপটে সমাজে উঠেছে হাহাকার
দেশপ্রেমের তাজা রক্ত মিশেছে ধুলোয় হতাশায়  
নষ্ট দেশপ্রেমের গোপন নির্দেশ নামা‍য়
ছলনার জালে সুখ অধরা নির্বাসিত শান্তি
মানুষ জেনেছে ব্যাক্তি স্বার্থের সন্ধি।      


সোনারপুর
২৭/০৮/২০২০