তোকে খুঁজে পেতে,  বারে বারে বকুল তলে আসি
আসছি বলে গেলি চলে, পার হয়ে যায় নিশি
তুইকি ভুলে গেলি, দোলনা আজো বাঁধা আছে ডালে
পেলে তোর মনের ছোঁয়া, সে যে আপন মনেই দোলে


বোশেখেরই তপ্ত বেলায়, বকুল তলায় ছায়া মেখে বসি
সবুজ পাতার নড়া চড়ায়,  এ মন শোনে তোরই হাসি
দখিন বাতাস বইলে সেথায়, স্মৃতিগুলো গল্পে ওঠে মাতি
কেমন করে ভুলি তোরে, তুই যে বকুল বেলার সাথি।


সোনারপুর
১৭/০৫/২০১৮