সময়ের হাতে বন্দী মানুষ, কেউ বা ভাগ্য মানে
জানে না কেউ রহস্য তার বাঁধা আছে কোন খানে
সময়ের সাথে পালটায় সব; এটুকু মানুষ জানে
মহাশূন্যে ভেসে ঘুরছে এ ধরা, বলেছে বিজ্ঞানে
একই কর্মে ভিন্ন ফল, কেউ কাঁদে কেউ হাসে
কেউ পায় অঢেল সুখ, কেউ বা দুঃখে ভাসে  
ভিন্ন চলনে ভিন্ন ভাবনা, যদিও একই মায়ের সন্তান
কেন হয় হামেসা এমন, জানে কী কেউ এর সমাধান !


একই শূন্যে ভাসছে অনেক ছোট বড় নানা গ্রহ
যে যার পথে চলছে সাবাই, নেই কোন বিদ্রোহ
এমন করে বাঁধল কে, কেই বা করল প্রবর্তন
নানা ব্যখ্যায় দিশেহারা মানুষ, জানে না সঠিক কারণ  
পথের শেষে চোখ বুজে;  করে নেয় অজ্ঞানে সন্ধি
সময়ের হদিশ মেলে না; মানুষ সময়ের কাছেই বন্দী।    


সোনারপুর
১৮.০৫.২০২০