তর্জন গর্জনে ফন্দি ফিকির, সব খারাপের তুলে জিগির
রাস্তা দখলের মগ বাজার, নামছে পথে নতুন ফকির    
ভালো মন্দের সব হিসেব; বিরোধী পক্ষ একাই বোঝে
ঠিকে নিয়েছে দেশ ও দশের; মন্দা বাজারে অনেক খুঁজে ।


ভালো হোক বা মন্দ হোক, সবেতেই ঢালাও বিরোধিতা
মানুষের জন্য; নাকি দেশের জন্য, কেউ বলেনা সত্যিটা
ভালোর জন্য আন্দোলন ! নাকি কেবল বাজার গরম
উল্টে গেলে পাশার দান; ভালো মন্দ একই রকম ।


ফিতে কাটার বাড়ে হিড়িক, ফলক খুলে নতুন নামে  
সব বিরোধিতা সাঙ্গ হয়, ভোগ বিলাসের নিশ্চিন্ত ধামে  
দুর্ভোগ সব একই রকম, আগেও ছিল পরেও আছে
জনগণ বেশ উপাদেও স্যান্ডউইচ, ঠগী নীতির মার প্যাঁচে।  


দোষ চাপিয়ে অন্যের কাঁধে, সবাই চায় মারতে দান
সমস্যা যত বাড়ে;  দলের ভালো, কেউ চায়না সমাধান
হাতে গরম লেকচারে, সুযোগ সুবিধার নামিয়ে ঢল
চলছে যাচাই হাটে বাজারে, মুরগী গুলো বোঝে কি ছল !  


হকার বেকার থাকলে ভালো; এক টোপেতেই বাজার গরম
বিরোধিতার নাওয়ের পালে খুশীর বাতাস, একই রকম
অপগন্ড নীতির কলে প্রচার চলে; হাত পা ছুড়ে  
দিচ্ছি না দেবনার স্লোগান তুলে, রাস্তা দখল শহর জুড়ে।    


সোনারপুর
৪/৮/২০১৯