কারা কারা ভালো আছো !  


সত্যি সত্যি ভালো; ঠোকাঠুকি নেই সন্ধ্যা সকালে
খাদের কিনারায় দাঁড়িয়ে মনের কাছে
নাকি শুধুই বেঁচে থাকা; মায়ার অনলে
ঝড় আসে ঝড় যায়; কেউ যায় কেউ থাকে
নতুন সূর্যের আলো মেখে সাজো সকালে বিকেলে
ভাবনার তরঙ্গ বেয়ে মনের কাছে আনন্দ হিল্লোলে।


কেউ কি ভাবো !  ভালো থাকার গল্প


কি কি থাকলে ভালোথাকা হাতের মুঠোয়
কারা কারা থাকলে আসর জমে নির্দ্বিধায়
স্বপ্ন স্বপ্ন খেলা; ঘোলা জলে মাছ ধরা
কাদের সম্পদ,  লুটেপুটে খায় কে বা কারা
আগে পিছে প্রহরী, চলে নির্ভয়ে গরীবের শ্রীহরি
শ্রী মুখের ভাষণে প্লাবন; গুণিতকে বাড়লেও ভিখারি।


বলতে মানা, ভালো নেই !


হাঁড়ি না চড়লেও, খাও হজমের গুলি
পায়ে পায়ে মিছিলে বলতেই হবে শেখানো বুলি
সময়ের ধারা মেনে, ধেয়ে চলা ভালোর পানে
অসাম্য থাক যত, খুশী হও সাম্যের গান শুনে
বিস-আশির অনুপাত, মেলাতে যেও না ভাই  
পেট ভরে ধম্মের কথা শোন,  ভালো নয় খাই খাই !  


সোনারপুর
১৫/১০/২০২০