বেশ ছিলাম, মা একটু আধটু বকাঝকা করত ঠিকই, আড্ডা কমা
বলত সব কিছু করার সময় পাবি, পড়াশোনার সময় পাবিনা  
জীবন এভাবে যাবেনা বুঝলি, বুঝবি যে দিন আমি থাকব না
তোর দুঃখে শিয়াল কুকুর কাঁদবেনা, গোল্লায় গেছে পড়াশোনা
কখনো কখনো খুব রেগে বলত,  তোকে আজ খেতে দেবনা
অবশ্য খাবার ঠিক পাওয়া যেত, অভিমানে না খেলে, মাও খেত না
অসুস্থ হলে অপার সেবা, সংসার সামলে, তার কোন মাপ হয়না
ডাক্তার, বদ্যি, জলপড়া, তেলপড়া, কঠিন মানত, কি করত না।


কত বিনিদ্র রাত কাটিয়েছে কাছে বসে,  ছিল বকুনি, ছিল মানা  
অঙ্গীকার করিয়ে নিয়েছে যে কতবার, তা ঠিক গুনে বলা যাবেনা
কখনো আদর করে বলত, তুই ভালো না থাকলে, আমার কষ্ট হয়না !
ভাবতাম সব মনে রাখব, কিন্তু ভুলেই যে মজা,  মনে থাকতনা  
সময় মেপে, স্কুল কলেজ শেষ, কর্ম জগতে প্রবেশ, মা খুশী হল
ক্লান্তিভারে নুয়ে পড়া সময়ে মনে হয়, সত্যি ভালো ছিল ঐ দিনগুলো।


সোনারপুর
২৬.০৪.২০১৮