পাখি কখন আসে কখন যে যায় বুঝতে পারি না
তার আসা যাওয়ার পথের পানে চেয়ে থাকি
বুঝি না কেমন করে;  সে বহুরূপে দেয় ফাঁকি  
অহর্নিশি আশায় থাকি তবু ধরতে পারি না।      


মন জমিনের শস্য ক্ষেতে তার নিত্য দাপাদাপি
তার খেলার দোসর পঞ্চভূত; রূপ ধরে সে কত
কখনো সে দুষ্টু বেজায় কখনো বা মনের মত
বাঁধতে গেলে প্রেমের ডোরে তবুও সে দেয় ফাঁকি।  


পন করেছি ধরব তারে  জাল পেতেছি হৃদয় জুড়ে
তার যাওয়া আসার পথের মাঝে দিয়ে শক্ত বেড়া
থাকব জেগে প্রদীপ জ্বেলে পাখি এবার পড়বে ধরা
ভক্তি নামের শক্ত সুতো দেখি সে কাটে কেমন করে
তাকে ধরতে পারলে রাখব বেঁধে  ছেড়ে দেব না।  


সোনারপুর
০৬.০৬.২০২০