বিধি রে......... ও বিধি ......
বিধি তোর রঙ্গ দেখে আঁধার হল মন
নিজের নাড়ী নিজেই টিপি, ভাবি আছি কতক্ষণ
চেয়ে দেখি দিকে দিকে কোন রহস্যে মানুষ কাঁদে
কোন যাদুতে ঝরে হাসি কোন সে মায়ার ফাঁদে
গৃহ কোণে থেকে কেহ; ভাবে পথেই যত সুখ
আর পারে না সইতে কেহ দগ্ধ পথের দুঃখ
কোন ভাবেতে বাউল বলে জগতে কেহ নয় আপন
খুঁজে দ্যাখ মন সমুদ্দুর;  পাবি অরুপ রতন।  


এক গাছেতে বাসা বাঁধে নানা রঙের পাখি
হিংসা লোভের ধার ধারে না সবাই থাকে খুশী
এক পুকুরে করে খেলা  নানা প্রকার মীন
কেউ বলে না জাতের কথা হয়ে বোধ হীন
বাউল বলে তল পেল না মানুষের মন
আপন পর চিনতে বাউল পথে ঘোরে সর্বক্ষণ।  

সোনারপুর
০১/১২/২০২০