কথায় কথায় বাড়ছে বিপদ, ধুঁকছে মানুষ যাচ্ছে দিন  
চুনোপুঁটি থেকে রাঘব বোয়াল ব্যবহারে সব হচ্ছে হীন  
চলনে বলনে নবাবী কেতা বাড়ছে বাহার দিনকে দিন
লুটের অধিকার পেয়েছে যারা, পরোয়া নেই, ভয় হীন।  


মিথ্যা বলায় নেইকো জুড়ি প্রমাণ আছে ভুরি ভুরি
জন্ম থেকে মৃত্যু অবধি সবেতেই হচ্ছে জাহাজ চুরি
অঙ্কটা বাড়ে কমে ইচ্ছামত নামের মহিমায় বলগা হীন  
ছাতার তলায় মাদারির খেল, চামচা বাজায় দরদী বীণ ।


তোলার অর্থ হিসাব কষে চলে যায় উপর নিচে  
দাদা দিদিরা থাকলে তুষ্ট সব ঘটনাই হয় মিছে    
ইট কাঠ পাথরে মেটেনি রাহুর খিধে বলগা হীন
গাছ মাটি সব সাফ হয়েছে বাড়ছে ওজন প্রতিদিন ।


বাজেটে মঞ্জুর সংসদীয় বিলাস, মাথাপিছু হারে বাড়লেও ঋন    
ঠান্ডা ঘরে অসাধারন ভারে সংসদ ভাসে ঘামে নিত্যদিন  
কসুর নেই খানাপিনায় সুবিধা সুযোগে, ভোটের মুরগী মূল্যহীন        
গরীব মানুষের সাহায্যের খাতে তহবিল তছরুপ হয় প্রতিদিন ।


ব্যাঙ্ক আমানত হচ্ছে ফাঁকা ঋন খেলাপির ফাঁক ফোকরে
হাঙর কুমীর ডুব মেরেছে, বেনিয়মে অর্থনীতি; ধুঁকছে জ্বরে
জলের মাপে জাল ফেলতে হচ্ছে খরচ করের টাকা  
মন্ত্রী উজির গোমস্তরা মহা সাধু, ভাবখানা বড্ড ন্যাকা।


হচ্ছে হবের মস্করাতে কাঁদছে মানুষ, সময় যেন অন্তহীন
অন্ধকারেই বাড়ছে ভিড়, সোজা পথে নেই দিশা, নিদ্রাহীন
ধর্ম নামের বিষম তাস,  খেলছে সবাই হিসাব হীন
গৃহযুদ্ধই কি শেষ পরিণতি ! নাকি দেখাবে প্রদীপ আলাদীন।  


সোনারপুর
২৭.০৬.২০১৯


( এই উপস্থাপনাটি আমার প্রিয় বন্ধু কবীর হুমায়ুনের খুব ভালো লাগায় তাকেই উৎসর্গ করলাম। )