ঘরে বাইরে মননে মজলিশে সুচাগ্র সম জমিনে বীজ বপন
কলহ বিবাদ হিংসার পুষ্টিতে বৃদ্ধি, যুগ কাল ব্যাপী সর্বক্ষণ
অপ্রতিরোধ্য শক্তিতে বলীয়ান অঙ্কুর, ভাঙে দেশ সমাজ জীবন
কেহ বোঝে অথবা বোঝেনা, অনুগত প্রাণ ভাবে ধর্ম স্থাপন
বিদ্যা যেমন সর্বত্র সহায়ক, ভেদ রেখাও উর্ধগামি, নেই পতন
বোধ বুদ্ধি বিবেচনা পঙ্গু, অস্থি মজ্জায় শুক্রাণুতেও বিভাজন !    


হে মানব সন্তান বুঝে দেখ, প্রাণী কূলে আর আছে কি এমন  
তুমিও প্রকৃতির দান, উন্নত প্রাণীর তকমায় তোমার যাপন
একবার ভাব্বেনা ! একি সৃষ্টির দান নাকি স্বার্থের সংস্থাপন
কার স্বার্থ, কিসের স্বার্থ, তোমাকে করেছে লাঞ্ছনার বাহন
একই অবয়ব, তবুও আলাদা আলাদা তকমা কে করেছে দান
জাগো জাগো, প্রতিরোধে প্রতিবাদে এ অন্যায়ের কর অবসান
মননে জ্বালাও সহস্র সূর্য দীপ্তি,  ঘৃন্য চক্রান্ত  পুড়িয়ে কর শেষ
ধুয়ে মুছে যাক জন্মের অভিশাপ, বিভাজন নয় এক হোক বেশ  
চেতনার অমোঘ অস্ত্রে দীর্ণ কর হীন চক্রান্ত, যা মানুষের অপমান  
বিলীন হোক সৃষ্টির শত্রু, বিভেদের বিষ, উচ্চ হোক অবস্থান।  


জানি না কবে শুরু, কোথায় শেষ, কোন ঈশ্বর মেটাবে জ্বালা
সুচতুর বিভাজনে দীর্ণ সমাজ; মনুষ্যত্ব, হৃদয় পরাবারে ডোবে ভেলা
একই আলো বাতাস জল, একই পথে আসা যাওয়া, তবুও শ্লেষ
উত্তর হীন ভাবনার তরঙ্গে শতছিন্ন মন চায় পরিত্রাণ, যাক ক্লেশ ।

সোনারপুর
২১/১০/২০১৯