বলছে সময় সামনে দেখ দুর্যোগ আসছে ধেয়ে  
লোভের থাবায় যথেচ্ছচারে প্রকৃতি যাচ্ছে ক্ষয়ে  
দেখেছে মানুষ যুদ্ধের ফল পারমাণবিক সন্ত্রাস  
তছনছ হয়েছে জীবন শুনেছে সুনামির অট্টহাস  
হয়ত দেখবে হিমালয় সম আসছে জলোচ্ছ্বাস  
ডুবছে তোমার সাজানো ঘর পায়ের তলার মাটি  
যাচ্ছে ভেসে কংক্রিটে গড়া  দুর্জয়  সব  ঘাঁটি ।


অথবা দেখবে জলাভাবে জ্বলছে শস্য শ্যামল মাঠ
ক্ষুধা তৃষ্ণায় কাঁদছে মানুষ শরীর হয়েছে কাঠ
জীবনের দ্বীপ নিভছে ধীরে ছড়িয়ে ছিটিয়ে লাশ
লোভের মাসুল দিচ্ছে মানুষ বাতাসে দীর্ঘশ্বাস ।


বাঁচালে সবুজ বাঁচবে মানুষ বন্যপ্রাণ আছে যতো
প্রাণের বাগানে রঙের বাহারে ফুল ফুটবেই অবিরত
সবুজের চেয়ে নেই কিছু দামি করোনা যথেচ্ছাচার
মানুষের সেবায় র্নিলোভ নিবেদিত সে, নেই অহংকার ।      


সোনারপুর  
২৪.০৩.২০২০