অর্থ, গাড়ি, বাড়ি, বিলাসী সুখের সম্ভার সব পাবে
তোমার জন্মগত যে দশটি অলঙ্কার আছে
আমাকে দাও,  চলে এস আরো কাছে
কোন দ্বিধা নয়,  চৈতন্য জমা দাও, সবার আগে।

চৈতন্যের গন্ধ যদি না যায় ! ভেবনা, আমাতে অর্পন কর
তোমার নম্রতা, ধৈর্য, শৃঙ্খলা, সরলতা, ন্যায়, কর্তব্য
সততা, ক্ষমা, মানবতা, অহিংসা – এরা সব অথর্ব  
সময়ের আয়নায় দেখ, আমার গতি, আমাতে হৃদয় ভর।      


তোমায় নূতন জীবন দেব, ভরে দেব ঐশ্বর্যে, এস সখ্যতায়
সব নীতির উর্ধে আমার অবস্থান, যুগে যুগে সর্বক্ষন
কেন তবে দাঁড়িয়ে দূরে, হাত ধর, বয়ে যায় শুভক্ষণ
সব বদলে যাবে, দুনিয়া তোমার হবে, শানিত হও মিথ্যায়।


সোনারপুর
২২/০৫/২০১৮