কারণে অকারনে আহ্লাদে ভালোবেসে নিখাদ প্রেমে
ছিল সহজে বা চুপে দেওয়া নেওয়া দিবা কিমবা যামে    
চোখের তারায় হাসির ঝিলিক ঝড়ের আভাস মনে  
মনের কুহু উঠত ডেকে মাতাল বসন্তের মহুয়া বনে  
অযুত আশায় কাটত প্রহর; দিন; রাত্রি একটি চুমুর টানে  
আহা, যাপনের ক্লেশ ভেসে যেত মুহূর্তের মিঠা ক্ষণে।  


প্রবল শীতের আড়ষ্টতায় গভীর চুমুর মূল্য কী মাপা যায় !
ভুল নয়, পৃথিবীর সব মানুষ জেগে থাকে পাবার আশায়
সব অভিমান; অনুরাগ; দুঃখ, রাগ, ভেসে যায় দুরন্ত ঝর্ণায়
কাতর হৃদয় খলখল হেসে ওঠে; বাকিসব তুচ্ছ মনে হয়
যেন কোন দূর নক্ষত্র হতে নেমে এল সুখ, চোখ বুজে
বাঁচতে চায় মন আরো অনেক বছর প্রেমের চুমুর মাঝে।  


মাথায় মায়ের চুমুর আশীর্বাদ, আত্মবিশ্বাসে নেই ভ্রান্তি  
সন্তানের আদরের চুমুতে ঝরে পড়ত অপার শান্তি
স্নেহের পরশে স্বর্গ আসত নেমে দুঃখ দীর্ণ ধরায়
এক থেকে আশি কে নেই দলে; স্নেহ মমতা ভালোবাসায়
গতকাল আজ অতীত, হারিয়ে গেল সব করোনার হিংসায়  
আগামীতে কেউ কী সাহসী হবে ! দিতে নিতে চুমু স্বেচ্ছায়।  


সোনারপুর
০৯.০৫.২০২০