পলাশ পাপড়ির মত জীবনের রং ঝরে গেলে
পড়ে থাকে শুধু শুকনো খড়ি  
থাকবে না হাসি স্মৃতির বাড়াবাড়ি
পায়ে পায়ে এগিয়ে চলা স্মৃতিকে পিছনে ফেলে।


যতনে ফোটানো পাপড়ির অন্তরে মধু ভরে রাখা
মাতাল বাতাসে মায়ার যাদুতে রঙে ভাসা  
দোল খায় পিউকাঁহা মন, জাগে আশা  
স্মৃতির সমাধিতে খুঁজ না বেদনার পথ আঁকাবাঁকা ।  


ধুসর জমিনে ধুলোর আস্তরণ, হৃদয় কুরে খায়
বেদনার অশ্রু চিরকাল একাই বয়ে যায়
সাথী মেলে না অশ্রু মোছাবার হায়
সবাই একা ক্ষণিকের বসতে মায়ার ছলনায়।  


সোনারপুর
২/৩/২০২৩