মেরুদন্ডের ক্ষয় হতে হতে ঝুঁকে পড়েছে শরীর
তবুও প্রতি জন্মদিনে সেজেগুজে শুভেচ্ছা নিতে হয়
বস্তাপচা কিছু কথা, শুকিয়ে যাওয়া স্বপ্নের প্রতারনায়
ফাটা রেকর্ডের খ্যানখ্যানে আওয়াজে বিরক্তির ছায়া
এতটা সময় চলে গেল, নতুন গান হলনা গাওয়া ।


সস্তা লজেন্স; চিপস; বোঁদে; জিলিপি; লুচি, যা পাওয়া যায়
ধাক্কা ধাক্কি; ঠেলাঠেলি; সব চলে, একটু বেশির আকাঙ্খায়
কোন স্বপ্ন উপরে, শান্তি সমৃদ্ধি অহিংসা ! ভুল হয়ে যায়
গতানু গতির চাকায় সব বোধ গুঁড়ো হয়ে, মিশেছে ধুলায়
নিষ্ঠুর বাস্তবতার আবহে অভ্যাসের জয়ধ্বনি, তঞ্চকতায়।  


নিরপেক্ষতার বলয়ে অশনির সংকেত, কাঁদছে মানুষ প্রতিদিন
মননের মৃত্যুতে শোক নেই; শ্রদ্ধা নেই; উন্নয়নের শক্তি কর্মহীন
ব্যর্থতার দায় কার, চাপান উতরে কাটছে সময়, প্রহসন নির্বিকার
সম্পদ লুটেরার কব্জায়, দারিদ্রতার জাঁতাকলে অসহায় অধিকার
লজ্জা ঘৃনায় নত; বিদেহী সব আত্মা, এমন ভাবনা ছিল কি চাওয়ায় !


সোনারপুর
১৫.০৮.২০১৯


প্রিয় স্বাধীনতার ৭৩ তম জন্মদিনে সকল বন্ধু কে আন্তরিক শুভেচ্ছা।
জয় হিন্দ।