তোমরা কেউ জানো......
কেউ জানো, পথটা কত দূর গেছে বেঁকে বেঁকে
দশকের পর দশক সেকল বাঁধা পায়ে কারা চলেছে হেঁটে
বীজ থেকে অংকুর হল, অংকুর থেকে পাতা হল; মহীরুহ হল
খরা; বন্যা, ঝড় এসে উল্টে পাল্টে দিয়ে গেল
ভাবনার চিতাভস্ম মাটি হল, কাদা হল, ধুলো হল
সেকল ভারে দুটো পা জরাজীর্ণ হল, নুয়ে পড়ল  
তরল অস্থির আবেগ ভীষণ উত্তাপের অংশ হল  
এই গ্রহে নোনা জলের আয়তন বাড়তে বাড়তে
বিস্বাদ তিক্ততায় সমাজ গভীরে ক্ষতের সৃষ্টি হল
তবুও ঐ কারা’দের হাঁটার শেষ হল না !


আরো কতকাল হাঁটবে গন্তব্যের খোঁজে ওরা
নাটক; কবিতা; গান; সিনেমা; থিয়েটার হয় ওদের হাঁটা নিয়ে
মঞ্চের আলো আঁধারে আবেগের সংলাপে হাততালির ঝড়
বেজন্মা চেতনা হটাৎ সাজঘরের পর্দা সরিয়ে উঁকি দিয়ে পালায়
ধোঁয়া ওঠা চা; কফির কাপে অথবা ডিজিটাল মাধ্যমে ঝড়ের চাটাচাটি
বখরার হিসেবে গোলমাল নেই প্রতিদিন, মাস, বছর, দশক জুড়ে
একের পর এক পার হয়ে যায় চোখ ধাঁধানো বাতি স্তম্ভ
হাঁটতে হাঁটতে সময় গন্তব্য খোঁজে মাটি খুঁড়ে।


সোনারপুর
৩০/১১/২০২০