মেঘ আসে; মেঘ যায় কখনো বৃষ্টি নামে
চেয়ে চেয়ে দেখি; ভাবনা গুলো ভেসে যায় প্লাবনে
কত নির্বাক ছবি দিয়ে যায় উঁকি, মনের ভেজা উঠোনে
মন কাড়া, নিবিড় সবুজে অবিরাম রুপোলি ধারা
নয় দূরে,  মনের গভীরে মেলে ডাহুকের সাড়া  
হায়রে; দিন যায়রে, এলো না প্রেম নীল খামে।  


গুরু গুরু ; দুরু দুরু,  মনের বাঁশিতে বেসুরো সুর
ঢেউ তুলে; যায় চলে, আলোছায়া মেখে বহু দূর
রাত নামে; জোনাকিরা জাগে সবুজ পাতাকে ছুঁয়ে  
চেয়ে থাকি; আকাশ জোড়া সোনালি আল্পনা  মোহে
হায়গো, রাত যায়গো, কথা সে রাখেনি কথা দিয়ে।


সোনারপুর
২৪/০৯/২০২০


দেয়া > মেঘ