দলছুট জীবনেও সেই একই পরিণতি, বরবাদি !


হারিয়ে যেতে চেয়েছি কতবার, তা গুণে দেখিনি
অচেনার ভিড়ে মিশেছি, তবুও অচেনা হতে পারিনি  
ভুলের মাঝেই আবার ভুল, আগের কথা মনে পড়েনি
আশায় আশায় কাটিয়েছি সময়, কেউ কথা রাখেনি।


লোভের জিভ কে বাড়তে দেখেছি, প্রতিকার দেখিনি
উপরে ওঠার রহস্যের উলঙ্গ নাচ দেখতে দেখতে  
সময় শেষ, তবু কাউকে একবারও থামতে দেখিনি
পথ শেষ হয়ে গেলেও, মনে হয় কিছুই শিখিনি।  


জীবন পাত্র প্রায় শূন্য, সময়ের কালক্ষেপে ওঠা পড়া
অসীমের বালুকা বেলায় কেউ নেই, দীর্ঘ ছায়া ছাড়া
অবিরাম বয়ে চলা স্রোতে নীরবে রূপ পায় সব পরিণতি  
প্রেম নাকি মৃত্যু; দুই অক্ষের ছায়া, জানিনা কে পাবে গতি।  


সোনারপুর
২৩.০৯.২০১৮