এ বড় রঙ্গ যাদু, নানান প্যাঁচের কারবার
গণতন্ত্রে সহজ লভ্য, মার বুড়োদের ; বার বার  
অর্থনীতির হাল ফেরাতে সুদ কমছে সঞ্চয় খাতে
সুখের দিশা পরপারে, শাক জুটবেনা ভাতের পাতে
জিনিষের দাম ঊর্ধ মুখি, উৎপাদনে বিপুল ঘাটতি
স্বল্প সঞ্চয় বলির পাঁঠা, চাঙ্গা হবে অর্থনীতি !
কর্নধারেরা বলছে এমন, আসবে দেশে দারুন গতি
মহা চোরেরা দেশ ছেড়েছে, মধ্যবিত্ত সামলা ক্ষতি।


মন্ত্রী সান্ত্রী কর্মযোগীর  বেতন বাড়ে  নিয়ম মেনে
ব্যবসায়ী বা পেশাদার বাড়তি মূল্যে বেচে কেনে
গরীব মানুষ পায় সরকারী ডোল, মধ্যবিত্তই মরে
অবসরের পরে নয় বাঁচা,  চাইছে কিগো সরকারে ?
অসুখ বিসুখ বার্ধক্য, কেউ বোঝেনা কত জ্বালা
ওষুধে পথ্যে নাভিশ্বাস, হচ্ছে জীবন ফালা ফালা।  


সোনারপুর
২৯.০৬.২০১৯