এ কোন বসন্ত এল দ্বারে, মানুষ যখন একলা রয়
গৃহকোণে বসি আকুল প্রানে বিলাপের কথা কয়
ফাগুনের ডাকে ফোটা পলাশ নিরবে ঝরে যায়
এ কোন বসন্ত এল দ্বারে, অদেখা শত্রু পিছু ধায়।    


সবুজ উদ্যানে নেই প্রাণ, বসিবার স্থান শূন্য রয়  
যেন মৃত জনপদ নগর গঞ্জ গ্রাম অশরীরী ছায়াময়
সোনালি বিকেলের স্বপ্নেরা হারিয়েছে হিমেল হাওয়ায়
গোধূলির রঙ নদীকে রাঙায় তবুও নয় মন আনন্দময়।  


মনেহয় ডেকে বলি ও বসন্ত তুমি ফিরে যাও
ও সবুজ পাতা তুমিও নিঃসঙ্গ, একলা কাটাও
ও নদী তুমি একলা থাকো মানুষের মন বেদনাময়
অশনি সংকেতে মানুষ ভুলেছে বসন্ত কাব্যময় ।    


সোনারপুর
২৬.০৩.২০২০