প্রেম নয় বিরহ হোক চির সাথী
পরান ভরিয়া কাঁদিলে কেটে যাবে রাতি
মহুয়ার আশে আধো ঘুমে মন উঠিলে জাগি  
চাহিবে কি আলো;  নিকষ আঁধারে মুখ ঢাকি  
শেফালী সৌরভে শিশিরের হসিতে যাক নিশি।      


প্রেম নয় বিরহ হোক চির সাথী
বিদায় বাঁশরীতে জাগিবে না নব বসন্তের স্মৃতি  
বেদনার তুফানে খুঁজিবে না মন; হারানো বুলবুল  
দুরন্ত ঘূর্ণিতে ভাঙিবে না প্রাণের দুকুল  
খেলার ছলে হারাবে  না শেষ হাসি।


সোনারপুর
২২/০৮/২০২০