এসো বাঁচি; প্রাণ খুলে বাঁচি - মুখে থাক হাসি
হলেও ভবানী ভাঁড়ে, এসো হা হা করেই শুধু হাসি
আজ আছি; এখনো আছি;  কাল কি হবে জানি না  
ভাগ্যের নাটাইয়ে ওড়াই ঘুঁড়ি; ভুলে থাকি কান্না ।  


সাধু-সন্ত; নেতা মন্ত্রী ; ছোট থেকে বড় তোলাবাজ
আড়ৎদার ভেবে ভেবে হোক ক্লান্ত
জ্যোতিষের ঠেক ফাঁকা; নিজ হাতে মাপছে ভাগ্য আজ  
আটপৌরে জীবন, অল্পেই তুষ্ট নেই দ্বন্দ্ব    
যারা ছিল এখানে সেখানে, কোথায় গেল ! স্বর্গে নাকি কাছাকাছি ?
ধরা নেই হিসেবে ! যাত্রা পথে তবে দিওনা হাঁচি।


বিলাসী দুঃখে রাত জেগে জেগে হারিয়েছি সব খুশী
ভুলতে বসেছি প্রাণ খুলে বাঁচা, বত্রিশ পাটির হাসি
এসো বাঁচি; প্রাণ খুলে বাঁচি - মুখে থাক হাসি
হলেও ভবানী ভাঁড়ে, এসো হা হা করে শুধু হাসি ।  
  
সোনারপুর
২০/০৯/২০২০