লুটে খাবার লড়াই চলে কুচো নেতা বড় নেতার দলে  
আমজনতা খোয়ায় জান ফাটকা নেশার খুড়োর কলে
পাঁচশ; হাজারে মহা মস্তি শহীদ তকমা নেতার বোলে
গনতন্ত্রের কালো চশমায় রাস্তা শেষ লুটে খাবার দলে।  


কার লড়াই লড়ছে কারা ? কার বিরুদ্ধে কাদের জেহাদ
সাদা চোখে যায় না বোঝা, গনতন্ত্রে ভীষণ ফেঁসাদ  
মিছে আশায় জনতা ঝাঁপায় দারিদ্র নয় জান বরবাদ
বাঁধা বুলি নেতার কথায় সর্ব ক্ষেত্রেই মিথ্যা নিখাদ।


দারিদ্র থাকলে মানুষ থাকে সাথে খুঁদকুড়ো পাবার আশায়
ভাইয়ে ভাইয়ে লড়ে ওরা; মরে ওরাই নেতার একটা কথায়  
নীতি হীনের নাট্য ভাবনায় আদর্শ ! একথা ভাবতে নেই
আগাগোড়া লুট বখরার দখল কায়েমে জারি রাখে লড়াই।    


তোলার অর্থে নেতার বৈভব, তবুও কিছুতেই নেই দায়    
তালে বেতালে পড়লে জালে; উকিল মোক্তার জনগনের টাকায়    
জমাদার হয় জমিদার চুরি ভুবন জুড়ে; মুখে ভীষণ বড়াই
সংবিধানে শপথ নিয়ে ফোঁকর খুঁজতে নিত্য করে লড়াই।


কাকে বিশ্বাস ? কিসের জন্য ? দরিদ্রের বাড়ে দারিদ্রতার ভার
আয়ের উৎসে তীব্র খরা প্রতিদিনের দহনে জীবন পগারপার
সুস্থ ভাবনা পথে বসে অন্ধকারে;  প্রতিদিন বাড়ছে বেকার  
নেতা নয়, সমাজ জীবন চাইছে কাজ, আয়ে আসুক জোয়ার।  


সোনারপুর
১০/০৭/২০২৩