হিম স্বপ্নের চাহিদা কী ফুরাবে না
অসংখ্য ছায়া পতনের শব্দে  
যদি কোনদিন ঘুম ভেঙে উঠে দেখ  
সবুজ নেই, নেই বন্য প্রাণ
ঝলসানো রোদ্দুর আছে, দহন আছে
দিগন্ত জুড়ে কংক্রিট আছে
কালো ধোঁয়া আছে, ধুলো আছে
তীব্র শ্বাস সংকট আছে
তেষ্টায় বুক ফাটার শব্দ আছে
পানি নেই হাতের কাছে
সত্যই কি অসম্ভব কথা মনে হয়
ছুঁতে পারবে না মৃত্যু ভয় !

সোনারপুর
৩০.০৪.২০২০