ওদের ভাঙবে না ঘুম কোন কালে
ভরা পেটে ঘুমোয় ওরা খিদের আগুন নাহি জ্বলে
নিশ্চিন্তে ঘুমোয় ওরা ঘাম রক্তের সুরক্ষা জালে  
ওরা উচ্চমানের ভাবনা ভাবে শ্রমিক রেখে বাদ
ভাবনা গুলোর তল মেলে না পানীতে বরবাদ
যাদের শ্রমে জ্বলে আলো তাদের ঘর আঁধার কালো
শ্রমিক প্রাণের দাম কতটা জানে ওরা অনেক ভালো
ঘুম ভাঙানোর গান গেয়ে, এবার তবে আগুন জ্বালো  
ঢেঁকির গান যায় না শোনা জোরে জোরে চড় কসালে।    


সোনারপুর
১২.০৫.২০২০