যদি ভুল করে আসি এই পথে ফিরে
সে দিনো কী পাবো ভালোবাসা  
বল ফিরিয়ে দেবে না মোরে  
যদি ভুল করে আসি এই পথে ফিরে।


এ বুকে কাঁদে আশা; ঐ কুলে যেতে চায়  
দূর হতে দেখেছিলাম; হয়নি তো কাছে আসা
প্রেমের পিয়াসী মন আজো পিছু ধায়
এমনি কথা তুমিও কী ভাবছ মনে
যখন একলা  থাকো গোধুলি বাতায়নে
গোপন স্রোতে মন হয় নাকি ক্ষয়।


যদি এই আশা ভেসে যায় তব তীরে    
হেমন্ত সন্ধ্যায় শিশির জড়ানো সুরে
আঁকবে নাকি ছবি হৃদয়ের নীরে
যদি ভুল করে আসি এই পথে ফিরে।


সোনারপুর  
১৫.০৪.২০২০