কাজল টানা হরিণ চোখে কেন মনের আগুন জ্বালো  
হৃদয় এখন মমির আকার কেন অকারনে ঘি ঢালো  
জোয়ার কবেই পথ ভুলেছে; এ দেউল ভুলেছে জল ছবি
মায়া শেষের নীল আকাশে জাগে না আর নতুন রবি।  


খেলনা পুতুল দেদার পাবে এ ধরায় পঞ্চ ভূতের হাটে  
কাজ কি বল আগুন জ্বেলে ঊষর মরুর তটে
সবুজ হাসির হারিয়ে ছায়া এখন পঙ্গ-পালের বাসা
শান্তির পানি পাবে না আর, আছে শুধুই নিরাশা।    


সময়ের শস্য ক্ষেতে একটু প্রেমেই ফলে ফসল ভালো  
মেঘেরা নাও ভাসিয়ে দেখে যেত সদ্য ফোটা আলো
হাসির আলো ছড়িয়ে দিয়ে অংশুমালি করত ঝলমল
জীবন কি আর থেমে থাকে ; বলে সময় মেপে চলো।


সোনারপুর
২৩/৭/২০২০