হারিয়ে যেতে যেতে হৃদয় সরণীতে
ঢেউ তুলে চলে গেলে ধরা দিলেনা
ভাসিয়ে দিলে মন বসন্ত বাতাসে  
কুঁড়িরা ফুল হল,  রঙ পেলনা ।


ছড়িয়ে ছিলে ঝিনুক যত সাগর বেলায়
খুলে খুলে দেখেছিলাম সবটুকু, মুক্তো ছিলনা  
দুরন্ত ঢেউ এসে ভাসিয়ে দিয়েছে তাকে
কোন দাগ তার পাওয়া গেলনা ।


উদাসী পথের বাঁকে রূপকথা গল্পরা থমকে গেলে
মেঘহীন আকাশ সেতো নীল হাসি হাসবেই  
ভাঙাচোরা স্বপ্নরা নতুন রাতের খোঁজে পাখনা মেলে  
জ্যোৎস্নায় ভরা মোহনায় ভেসে যেতে চাইবেই।  


ধর যদি এমন হতো, সময়টা চাইলেই ফিরত
কোন কিছুতেই কেউ তার বাধা হতোনা
মায়ার মোহে গড়া ইমারতে রঙ খেলা করত  
ভাঙনের ভয়ে মনের আকাশ মেঘে ঢাকতনা ।  


সোনারপুর
২১.০৩.২০১৯