আবির ছড়ানো প্রভাতে অথবা দীপ্ত সূর্যের রোষানলে
অমলিন গোধূলির চঞ্চল বর্ণ-মালায় বিম্বিত রঙে সেজে
রাশি রাশি খুশি নিয়ে জেগে থাকো জ্যোৎস্না প্লাবিত রাতে
অথবা দূর ছায়া পথের অযুত নক্ষত্র মালায় রূপবতী তন্বী
খল খল হাসির উচ্ছ্বাসে ধুয়ে দিয়ে যাও ক্লান্তির পাহাড়
মৃত ঝিনুকের টুকরো টুকরো অস্থি গাঁথা স্বপ্নের বেলা
আশা স্বপ্নের ফুল ফোটাও বিষাদের ছায়া ঢাকা জীবনে
বিরামহীন ছন্দে মাতাও মনের ভুবন ভোলাও সকল জ্বালা
চির বসন্তের ওড়নায় নিত্য যৌবনা অপরূপা, ইহলোকে
অনাদির সাথে করে সন্ধি, দিগন্ত চুম্বন অবিরাম হাসিমুখে।  


সোনারপুর
১৬.১০.২০



কবিবন্ধু সুমনের আন্তরিকতায় মুগ্ধ হয়ে  " হাসিমুখ"  কবি সুমনকে উৎসর্গ করলাম।