রেখার চালেই কিস্তি মাত,  
বলছে গণক কেয়া বাত, কেয়া বাত
চূড়ামণি তন্ত্রকারে, রাখেন কিছু গোপন করে
সকলের জন্য সব কিছু নয়, এইবাক্য প্রাণে ধরে
শয়তান যখন তুঙ্গে থাকে, মন্ত্রী হওয়া ঠেকায় কে
হাত ঘোরালেই সোনার লাড্ডু, পান্না হীরেয় গাঁথা সে
দেশের সেবক, দলের দাদা, আমজনতার আপনজন
ষোল আনায় অর্ধেক মারেন, দেশের ভাবনায় সর্বক্ষণ ।


রাহু থাকলে মাঝ বরাবর, তার হজমশক্তি অসীম হয়
স্থুল বস্তু যেমনি হোক, বদহজমের থাকেনা ভয়  
শুক্র থাকলে রাহুর নিচে, ফুর্তির নদী ঢেউখেলে যায়
বিশ্বপিতা হতেই পারেন, সঙ্গ থাকলে গঙ্গা যমুনা নর্মদায়
সাধু সংঘে সর্বনাশ, অসাধু সংঘে ক্ষমতার হয় নবীকরণ
চুড়া মতে মিথ্যা নয়, সুচনাতেই লিপিবদ্ধ গুণীর দিক দর্শন ।  


সোনারপুর
২২/০৫/২০১৮