ভালোবাসার অপরাধে সব সয়ে গেলে নীরবে  
আসলে বুঝতেই পারলে না সবটা প্রেম নয়
প্রেমকে পোষ মানাতে গিয়ে নিজেই বন্দী খাঁচায়
কাঠঠোকরা তবুও ঠুকে ঠুকে কিছু পেয়ে থাকে
হে গোবিন্দ, তুমি উপবাসী রয়ে গেলে !


ভালোবাসলে, নির্ভেজাল সত্য বলে গেলে, মূল্য পেলে না
স্থান কাল পাত্র চিনলে না ! সত্য সহজ পাচ্য নয়
নৌকার গুণ টেনে টেনে বেলা কাটালে, হাল পেলে না
ভালোবাসা হল, বাবুইয়ের মত ভালো বাসা পেলেনা
হে গোবিন্দ, কিছুই বুঝতে পারলে না !  


সোনারপুর
১৯.০৮.২০১৯