ঠিক কতটা ধাক্কা খেলে বুঝতে পারবে ভালোবাসা ভুল  
ক্লান্ত দিনান্তে বাসায় ফিরে; খরস্রোতায় ভেসে জীবন আকুল  
নিত্য দিনের বচনে জেরবার, চোখে ভাসে সরসে ফুল    
বুঝতে পারনি ! ভালোবাসার অপরাধে দিতে হবে এমন মাসুল।


ঠিক কতটা লাঞ্ছিত হলে মেনে নেবে; জীবনের এমন গতি
দুরন্ত পরাভবে ঢেউয়ের ওঠা পড়ায়; নষ্ট মানসিক স্থিতি
বিনিদ্র রজনী ভার; বিদ্রুপে তছনছ চরাচর, বিমর্ষ ক্ষিতি
গোপন কান্নায় হৃদয়ের মাটি ভেজে, ভাবো কেন দুর্মতি !


ঠিক কতটা বোধ থাকলে বুঝতে পারবে; ধরা খেলে অনলে      
পক্ষে বিপক্ষে যুক্তি সাজাও; সব জ্বলে যায় ভীষন দাবানলে
ক্ষয়ে যায় মন; অবসাদে শরীর, মুক্তি খোঁজে নিরুপায় হৃদয় !
বন্ধন না প্রহেলিকা ! চিন্তার ঘোর জুড়ে থাকে সকল সময়।


ঠিক কতটা বেয়াকুব হলে বুঝতে পারতে; আইন পক্ষে নয়
অবলার তাচ্ছিল্যে আঁধার দেখলেও; ভাবতে হবে এ জীবন স্বপ্নময়  
ঘুনে খাওয়া সময় বয়ে যায়; নির্বিবাদ ত্যাগে; সামাজিক লজ্জায়
মননে সন্যাস নির্বিকল্প যোগ, প্রেম; ভালোবাসা; বন্ধন সব চাতুর্যময় !  


হে পুরুষ, ধ্যানে বসো, সাবালক হও, জীবন টা তোমার
হয়ত কঠিন, তবুও পারবে নিশ্চিত, শেখ যোগ ; নির্বিবাদ উপেক্ষার
অথবা সন্যাস; শান্তির রথ আসবে না, তোমাকেই হবে খুঁজতে
ভালোবাসা ; প্রেম;  সেখানেই কর নিবেদন, যেখানে তার মর্যাদা থাকবে।
  
সোনারপুর
১২.০৭.২০১৯