ঘরের খুঁটি আলগা হলে ঘর যাবে যে হেলে
যখন তখন ভাঙবে বাসা যত্ন না পেলে
তখন বলবি কারে যা করেছিস অবহেলে
বাঁধন লাগা ইচ্ছেগুলোয় যেন বেড়ায় নাকো খেলে।  


বাসা তোর ভাঙে যদি খুশির আলোর আগে
সুর হবে না শ্রবন মধুর দোলা-চালের রাগে  
অনুভবের সকল খানেই বিষাদ যদি জাগে
বৃথা হবে বাঁচার নেশা সুন্দর এই ভবে।    

কোন পাথরে ঠুকবি মাথা পড়বি কোথায় ঢলে
নিরাশায় দেখবি আঁধার এপার ওপার নোনা জলে।  


সোনারপুর
২৬/০৫/২০২৩