বিচার বুদ্ধি কাজ করে না লোভের আগুন ছুঁলে  
খেই হারিয়ে খুঁজছে ভোলা কি ? আবোল তাবোল বলে    
ছায়াতেও ঝরছে ঘাম,  কি হবে রোদে দাঁড় করালে ?    
হৃদের গতি মাত্রা ছাড়া দূরে কিছু দেখতে পেলে !


হজমি গুলি ব্যথার বড়ি বেবাক সব করছে ফেল
শূন্য শিশি করে উপুড় করে ভাবছ ঝরবে তেল
ছিল গাই হলো এঁড়ে, এ কোন কারিগরের খেল
মাথায় কিচ্ছু আসছে না ! হচ্ছে না কেন তালমেল ?

বুদ্ধি ধরলে বেঁকা পথ, বিচার করে হায় হায়
পৌঁছায় না হিতৈষীর ডাক ওরে সোনা ফিরে আয়  
ননীর হাঁড়ির অঢেল মধু সবকিছু কে ছাপিয়ে যায়
জেনে বুঝে বিষ খেলে কি করবে বদ্যি ওঝায় ?  


কর্ম কখনো করে না নিরাশ, ফলেই তার নির্যাস
আগে থেকেই ভাবিসরে মন পরে ফেলিস না দীর্ঘশ্বাস।  

সোনারপুর
১৫/০৪/২০২৩