আজি এ কাঁটার বনে কে
হারালে গো পথ
গোলাপ ফোটে না হেথা
পুরে না মনোরথ
বর্ষা মুখরিত কল্লোল শেষে
বসন্ত আসেনি হেসে  
নীরব দহনের জ্বালা সয়ে
নিঃস্ব হৃদয় রথ।


সঞ্চারিতে যে সুর ছিল
হারিয়েছে সে অন্তরাতে
ঝরা ফুলের পাপড়ি বলো    
কে রাখে গো ফুলদানীতে  
থামে জীবনের যত কলরোল
হৃদয়  ভেজানো অশ্রুতে।  


মাশুলে ধরা পড়লে ভুল  
ছন্দ হারায় জীবন
সবুজ হারিয়ে বেঁচে থাকা
পিঞ্জারায় বন্দী মন
ভালোলাগা সব ইচ্ছে গুলো
গুমরে কাঁদে এখন
স্বপ্ন কাজল শুকিয়ে হয়েছে
জীবন পথের কাঁটা।

সোনারপুর
১৩/০২/২০২৩